Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধা্ন্ত সমূহ

৩নং তেলিখাল ইউনিয়ন পরিষদের ২০১৩-১৪ অর্থ বৎসরের উন্মুক্ত বাজেট সভার কার্যবিবরণী :

 

সভার স্থান : তেলিখাল ইউপি অফিস।

তারিখ : ৩০/০৫/২০১৩ ইং

সময়: দুপুর ০২:৩০ ঘটিকা।

সভায় উপস্থিত সদস্য-সদস্যা বৃন্দ :

 

০১। জনাব কাজী আব্দুল অদুদ আলফু মিয়া                    চেয়ারম্যান।

০২। জনাব সামছুল ইসলাম                                       ইউপি সদস্য।

০৩। জনাব নিজাম উদ্দিন                                        ইউপি সদস্য।

০৪। জনাব সূর্য্যব আলী                                           ইউপি সদস্য।

০৫। জনাব ইসলাম উদ্দিন                                        ইউপি সদস্য।

০৬। জনাব ইসলাম উদ্দিন                                        ইউপি সদস্য।

০৭। জনাব এলাইছ আহমদ                                       ইউপি সদস্য।

০৮। জনাব কবির আহমদ                                        ইউপি সদস্য।

০৯। জনাব ময়না মিয়া                                            ইউপি সদস্য।

১০। জনাব ইছাক আলী                                           ইউপি সদস্য।

১১। জনাবা আফিয়া আক্তার                                      ইউপি সদস্যা।

১২। জনাবা মনোয়ারা বেগম                                      ইউপি সদস্যা।

১৩। জনাবা ছবুতারা বেগম                                      ইউপি সদস্যা।

 

আলোচ্যসূচী :-

০১। বিগত সভার কার্য্যবিবরণী পাঠ ও অনুমোদন।

০২। অত্র ইউনিয়ন পরিষদের ২০১৩-১৪ অর্থবৎসরের বাজেট, পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও বার্ষিক পরিকল্পনা অনুমোদন প্রসঙ্গে।

০৩। বিবিধ।

            অদ্য ৩০/০৫/২০১৩ ইং বিকাল ০২:৩০ ঘটিকার সময় তেলিখাল ইউনিয়ন পরিষদের ২০১৩-১৪ অর্থবৎসরের বাজেট অনুমোদনের জন্য এক বিশেষ সভা অত্র ইউনিয়ন পরিষদ অফিসে অনুষ্ঠিত হয়। অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল অদুদ আলফু মিয়া উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় নিমেণাক্ত প্রসত্মাব সমূহ গৃহীত হয়।

১ম প্রসত্মাব :

            সভাপতি মহোদয় সভায় উপস্থিত সকলকে স্বাগত জানাইয়া অদ্যকার সভার কাজ শুরম্ন করেন। সভার প্রারম্ভে বিগত সভার কার্য্যবিবরণী পড়িয়া শুনানো হয় এবং পর্যালোচনামেত্ম তাহা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

২য় প্রসত্মাব :

            অত্র সভায় সভাপতি মহোদয় জানান যে, পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও বার্ষিক পরিকল্পনা এবং বাজেট প্রণয়নের জন্য ইউনিয়নের ০৯টি ওয়ার্ডের ওয়ার্ড পর্যায়ে উন্মুক্ত সভা অনুষ্ঠানের মাধ্যমে প্রণীত পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও বার্ষিক পরিকল্পনার স্কিম এবং খসড়া বাজেট সংশিস্নষ্ট স্থায়ী কমিটি ও পরিকল্পনা কমিটির সুপারিশ সহকারে ইউনিয়ন সমন্বয় কমিটির সভায় এবং উন্মুক্ত বাজেট সভায় আলোচনার জন্য উপস্থাপন করা হয়। এই ব্যাপারে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ও উন্মুক্ত বাজেট সভায় বিশদ আলোচনামেত্ম তাহা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং অনুমোদনের জন্য ইউনিয়ন পরিষদে প্রেরণ করা হয়।

            ইউনিয়ন পরিষদ সভায় উহার উপর বিশদ আলাপ-আলোচনার পর ওয়ার্ড সভার চাহিদা ভিত্তিক প্রস্ত্ততকৃত ইউনিয়ন পঞ্চবার্ষিক পরিকল্পনা ও চলিত বৎসরের এলজিএসপির আওতায় বরাদ্দ ভিত্তিক প্রস্ত্ততকৃত বার্ষিক পরিকল্পনার স্কিম সমূহ এবং ২০১৩-১৪ অর্থ বৎসরের জন্য প্রণীত বাজেট বাসত্মবমুখী ও যুগোপযোগী এবং সংশিস্নষ্ট নীতিমালার আলোকে প্রণয়ন করা হইয়াছে বিধায় সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হইল।

                                               

অত:পর আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানাইয়া অদ্যকার সভার কাজ সমাপ্তি ঘোষণা করিলেন।

 

 

 

সভাপতি।


ট্যাক্স প্রস্তাব : ২০১৩-১৪ ইং

 

ক্র: নং

ট্যাক্স, রেট, টোল ফিস ইত্যাদির নাম

যে সমসত্ম জিনিসের উপর যে হারে বা হার সমূহের কর ধার্য্যের প্রসত্মাব করা হইয়াছে।

আনুমানিক বার্ষিক আয়

মমত্মব্য

০১

০২

০৩

০৪

০৫

০১

ঘরবাড়ী ও দালান কোঠার বার্ষিক মূল্যের উপর কর

নথিপত্র অনুযায়ী বাড়ী জমি ও গৃহ বা গৃহ সমূহের বার্ষিক মূল্যের ৫% হারে কর।

১,০০,০০০/-

 

০২

ঘরবাড়ী ও দালান কোঠার বার্ষিক মূল্যের উপর বকেয়া কর

১৩,২১,৫৬৮/-

 

০৩

যানবাহন অর্থাৎ সকল শ্রেণীর নৌকা, রিক্সা, বাইসাইকেল ও ঠেলাগাড়ীর রেজিষ্ট্রেশন ফিস।

ইউনিয়ন পরিষদ আদর্শ কর তফশীল ২০০৩ এর ম্যানুয়েলে বর্ণিত হার মোতাবেক

৩০,০০০/-

 

০৪

পেশা, ব্যবসা ও জীবিকা বৃত্তির উপর কর।

৫০,০০০/-

 

০৫

বহিরাগত পশুর উপর (ঘাষানী) কর।

০১। গরম্ন/ঘোড়া প্রতিটি বার্ষিক- ১৫/-

২। মহিষ প্রতিটি বার্ষিক- ২০/-

১৫,০০০/-

 

০৬

ইউপি কর্তৃক মঞ্জুরীকৃত লাইসেন্স ও পারমিটের উপর ফিস।

১। পাথর ভাঙ্গার মিল/নৌকার কারখানা/কাঠের কারখানা/এজেন্ট বা যে কোন প্রকার ঠিকাদার/আমদানী রপ্তানী/সাধারণ ব্যবসায়ী/সিমেন্ট, ষ্টীল ও লৌহজাত সামগ্রী ব্যবসায়ী/সকল প্রকার পাথর ব্যবসায়ী/চুনা উৎপাদন ও ব্যবসায়ী/ওয়ার্কশপ/ফার্মেসী/মোবাইল ফোন/সিমকার্ড/ফ্লেক্সিলোড ইত্যাদির দোকান বার্ষিক- ৩০০/-।

২। মৎস্য ব্যবসায়ী/কাপড়ের দোকান/মুদি দোকান ষ্টেশনারী বা যে কোন প্রকার দোকান/ধান-চাউল-আটা-ময়দা ও তৈল কল/ধান-চাউল-আটা-ময়দা-সরিষা-তৈল-বনছন-গাছ-বাঁশ ইত্যাদি ব্যবসায়ী প্রতি বার্ষিক ৩০০/-

৩৫,০০০/-

 

০৭

হাটবাজার ও ফেরীঘাট ইজারা বাবদ

হাট বাজার ও ফেরীঘাট ইজারা বা উপজেলা পরিষদ তহবিল হইতে উক্ত খাতে প্রাপ্তব্য আয়।

৪০,০০০/-

 

০৮

খোয়াড় ইজারা বাবদ আয়

ইউনিয়ন পরিষদের আওতাধীন খোয়াড় ইজারা বাবদ আয়।

খোয়াড়ে আবদ্ধ পশুর ফিস আদায়ের হাত :

১। মহিষ/ঘোড়া প্রতিটি- ২০/-

২। গরম্ন প্রতিটি- ১৫/-

৩। ছাগল/ভেড়া প্রতিটি- ১০/-

৪। হাস-মুরগ প্রতিটি- ৫/-

    সন্ধ্যার পর হইতে পরবর্তী প্রতি ২৪ ঘন্টার জন্য উপরোক্ত হারে অতিরিক্ত ফিস ধার্য্য হইবে।

৫০০০/-

 

০৯

জন্মনিবন্ধন ফিস

সরকারী নির্ধারিত হারে আদায়যোগ্য।

১০,০০০/-

 

১০

জনকল্যাণ সহায়ক কার্যের জন্য সেবামূলক দান/চাঁাদা।

এলাকার বিত্তশালী ব্যক্তি/ব্যবসায়ী বা প্রতিষ্ঠান কর্তৃক স্বেচ্ছায় দান/চাঁদা বাবদ।

৫,০০০/-

 

১১

সরকারী বরাদ্দ মঞ্জুরী বাবদ

১। এলজিএসপি ও থোক বরাদ্দ বাবদ

২। চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের সম্মানী ভাতা বাবদ মঞ্জুরী

৩। সেক্রেটারী ও অন্যান্য কর্মচারীদের বেতন ও ভাতাদি বাবদ মঞ্জুরী

৪। খয়রাতি ও গৃহ নির্মাণ মঞ্জুরী বাবদ

১৫,০০,০০০/-

১,৫৫,৭০০/-

২,৭৬,৫৭৫/-

৫,০০০/-

 

১২

অন্যান্য

অন্যান্য মুনাফা বাবদ আয়।

৫,০০০/-